আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৪১৩
কোরবানীর পশুর পিঠে সওয়ার হওয়া।
৪১৩। নাফে (রাহঃ) বলেন, আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলতেন, কোরবানীর উষ্ট্রী বাচ্চা প্রসব করলে তাও সাথে নিয়ে যেতে হবে এবং এটাও তার মায়ের সাথে কোরবানী করতে হবে। যদি তা সাথে করে নিয়ে যাওয়ার কোন উপায় না থাকে, তবে তাকে এর মায়ের পিঠের উপর উঠিয়ে দিবে, অতঃপর গন্তব্যে পৌঁছে উভয়টি কোরবানী করতে হবে।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَقُولُ: «إِذَا نَتَجَتِ الْبَدَنَةُ فَلْيُحْمَلْ وَلَدُهَا مَعَهَا حَتَّى يُنْحَرَ مَعَهَا، فَإِنْ لَمْ يَجِدْ لَهُ مَحْمَلا فَلْيَحْمِلْهُ عَلَى أُمِّهِ حَتَّى يُنْحَرَ مَعَهَا»
