আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৪১১
- হজ্ব - উমরার অধ্যায়
কোরবানীর পশুর পিঠে সওয়ার হওয়া।
৪১১। হিশাম ইবনে উরওয়া (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, প্রয়োজনবোধে তুমি তোমার কোরবানীর পশুর পিঠে সওয়ার হতে পারো। কিন্তু এতো বেশী পরিমাণে নয় যাতে তার কষ্ট হতে পারে।
كتاب الحج
بَابُ: الرَّجُلُ يَسُوقُ بَدَنَةً فَيَضْطَرُّ إِلَى رُكُوبِهَا
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ: إِذَا اضْطُرِرْتَ إِلَى بَدَنَتِكَ فَارْكَبْهَا رُكُوبًا غَيْرَ فَادِحٍ