আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৫- রোযার অধ্যায়

হাদীস নং: ৩৬৬
সূর্য ডুবে গেছে ধারণা করে ইফতার করা
৩৬৬। যায়েদ ইবনে আসলাম (রাহঃ) থেকে বর্ণিত। রমযানের এক মেঘলা দিনে উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) সূর্য ডুবে গেছে ধারণা করে ইফতার করে বসলেন। এক ব্যক্তি এসে বললো, হে আমীরুল মুমিনীন! সূর্য বের হয়েছে। তিনি বলেন, এর বিনিময় অথবা কাযা খুবই সহজ। ইফতার করার ব্যাপারে আমরা জলদি করে ফেলেছি।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, কোন ব্যক্তি সূর্য ডুবে গেছে ধারণা করে ইফতার করার পর জানতে পারলো যে, আসলে সূর্য ডুবেনি, এ অবস্থায় সে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আর পানাহার করবে না এবং পরে এই রোযার পরিবর্তে একটি রোযা রাখবে। ইমাম আবু হানীফারও এই মত।
بَابُ: الرَّجُلِ يُفْطِرُ قَبْلَ الْمَسَاءِ وَيَظُنُّ أَنَّهُ قَدْ أَمْسَى
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَفْطَرَ فِي يَوْمِ رَمَضَانَ فِي يَوْمِ غَيْمٍ، وَرَأَى أَنَّهُ قَدْ أَمْسَى، أَوْ غَابَتِ الشَّمْسُ "، فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، قَدْ طَلَعَتِ الشَّمْسُ، قَالَ: «الْخَطْبُ يَسِيرٌ وَقَدِ اجْتَهَدْنَا» ، قَالَ مُحَمَّدٌ: مَنْ أَفْطَرَ وَهُوَ يَرَى أَنَّ الشَّمْسَ قَدْ غَابَتْ، ثُمَّ عَلِمَ أَنَّهَا لَمْ تَغِبْ لَمْ يَأْكُلْ بَقِيَّةَ يَوْمِهِ، وَلَمْ يَشْرَبْ وَعَلَيْهِ قَضَاؤُهُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৩৬৬ | মুসলিম বাংলা