আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৫- রোযার অধ্যায়
হাদীস নং: ৩৬৪
ইফতারে বিলম্ব করা।
৩৬৪। সাহল ইবনে সাদ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী ﷺ বলেনঃ লোকেরা যতোদিন তাড়াতাড়ি ইফতার করবে, ততোদিন তারা কল্যাণের সাথে থাকবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, ইফতার ও মাগরিবের নামাযে বিলম্ব না করা উত্তম। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং অন্যসব আলেমেরও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, ইফতার ও মাগরিবের নামাযে বিলম্ব না করা উত্তম। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং অন্যসব আলেমেরও এই মত।
بَابُ: تَعْجِيلِ الإِفْطَارِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا أَبُو حَازِمِ بْنُ دِينَارٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الإِفْطَارَ» ، قَالَ مُحَمَّدٌ: تَعْجِيلُ الإِفْطَارِ، وَصَلاةِ الْمَغْرِبِ أَفْضَلُ مِنْ تَأْخِيرِهِمَا، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ، وَالْعَامَّةِ
