আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৫- রোযার অধ্যায়

হাদীস নং: ৩৬২
রমযানের কাযা রোযা বিরতি দিয়ে রাখা যায় কি?
৩৬২ । ইবনে শিহাব (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) ও আবু হুরায়রা (রাযিঃ) রমযানের কার্যা রোযা পূর্ণ করার নিয়ম প্রসঙ্গে মতভেদ করেন। তাদের একজন বলেন, বিরতি দিয়ে কাযা রোযা রাখা যেতে পারে। অপরজন বলেন, বিরতি দিয়ে রাখা যাবে না।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, কাযা রোযা ধারাবাহিকভাবে রাখাই সবচেয়ে উত্তম, তবে বিরতি দিয়েও রাখা যেতে পারে। এতে কোন দোষ নেই। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের পূর্ববর্তী যুগের আলেমদেরও এই মত।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، وَأَبَا هُرَيْرَةَ " اخْتَلَفَا فِي قَضَاءِ رَمَضَانَ، قَالَ أَحَدُهُمَا: يُفَرَّقُ بَيْنَهُ، وَقَالَ الآخَرُ: لا يُفَرَّقُ بَيْنَهُ "، قَالَ مُحَمَّدٌ: الْجَمْعُ بَيْنَهُ أَفْضَلُ، وَإِنْ فَرَّقْتَ وَأَحْصَيْتَ الْعِدَّةَ، فَلا بَأْسَ بِذَلِكَ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ، وَالْعَامَّةِ قَبْلَنَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৩৬২ | মুসলিম বাংলা