আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৫- রোযার অধ্যায়

হাদীস নং: ৩৬১
রমযানের কাযা রোযা বিরতি দিয়ে রাখা যায় কি?
৩৬১। নাফে (রাহঃ) থেকে বর্ণিত। ইবনে উমার (রাযিঃ) বলতেন, রমযানের কাযা রোযা বিরতি দিয়ে রাখা ঠিক নয় (একাধারেই রাখা উচিৎ)।
بَابُ: قَضَاءِ رَمَضَانَ هَلْ يُفَرَّقُ؟
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَقُولُ: «لا يُفَرَّقُ قَضَاءُ رَمَضَانَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৩৬১ | মুসলিম বাংলা