আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ৩০২
শহীদি মৃত্যু।
৩০২। জাবের ইবনে আতীক (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ আব্দুল্লাহ ইবনে ছাবিত (রাযিঃ)-কে দেখতে এলেন। তিনি তাকে মুমূর্ষু অবস্থায় পেলেন। তিনি তাকে জোরে ডাকলেন, কিন্তু তিনি তাঁর ডাকে সাড়া দিতে পারলেন না। তিনি ইন্না লিল্লাহ পড়লেন এবং বললেনঃ “হে আবুর-রবী! আল্লাহ তাঁর সিদ্ধান্তে বিজয়ী। তার সামনে সকলেই অসহায়”। একথা শুনে মহিলারা চিৎকার দিয়ে উঠলো এবং কাঁদতে লাগলো। ইবনে আতীক (রাযিঃ) তাদের থামাতে চেষ্টা করলেন। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “এদের ছেড়ে দাও। যখন ওয়াজিব হবে তখন কোন রোদনকারিণীই আর কাঁদবে না”। লোকেরা বললো, হে আল্লাহর রাসূল! ‘ওয়াজিব’ কি? তিনি বলেনঃ “তার মৃত্যু”। তার কন্যা বললেন, আমার তো আশা ছিলো তুমি শহীদ হবে। কেননা তুমি জিহাদের সমস্ত আয়োজন করে রেখেছিলে। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “আল্লাহ তাআলা তার নিয়াত অনুযায়ী তার জন্য সওয়াব নির্ধারণ করে রেখেছেন তোমরা কাকে শহীদ গণ্য করো?” লোকজন বললো, আল্লাহর পথে জিহাদে নিহত ব্যক্তি। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ আল্লাহর পথে নিহত হওয়া ছাড়া আরো সাত প্রকারের শহীদ আছে। মহামারীতে মৃত্যুবরণকারী শহীদ, পানিতে ডুবে মরা ব্যক্তি শহীদ, নিউমোনিয়া রোগে মারা যাওয়া ব্যক্তি শহীদ, আগুনে পুড়ে মরা ব্যক্তি শহীদ, চাপা পড়ে নিহত ব্যক্তি শহীদ, অন্তঃসত্তা অবস্থায় মারা যাওয়া স্ত্রীলোক শহীদ এবং পেটের পীড়ায় মারা যাওয়া ব্যক্তি শহীদ।
بَابُ: مَا يَكُونُ مِنَ الْمَوْتِ شَهَادَةً
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَابِرِ بْنِ عَتِيكٍ، عَنْ عَتِيكِ بْنِ الْحَارِثِ بْنِ عَتِيكٍ وَهُوَ جَدُّ عَبْدِ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَابِرٍ، أَنَّهُ أَخْبَرَهُ، أَنَّ جَابِرَ بْنَ عَتِيكٍ أَخْبَرَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ يَعُودُ عَبْدَ اللَّهِ بْنَ ثَابِتٍ فَوَجَدَهُ قَدْ غُلِبَ، فَصَاحَ بِهِ فَلَمْ يُجِبْهُ، فَاسْتَرْجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: " غُلِبْنَا عَلَيْكَ يَا أَبَا الرَّبِيعِ، فَصَاحَ النِّسْوَةُ وَبَكَيْنَ، فَجَعَلَ ابْنُ عَتِيكٍ يُسْكِتُهُنَّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: دَعْهُنَّ فَإِذَا وَجَبَ، فَلا تَبْكِيَنَّ بَاكِيَةً، قَالُوا: وَمَا الْوُجُوبُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: إِذَا مَاتَ، قَالَتِ ابْنَتُهُ: وَاللَّهِ إِنِّي كُنْتُ لأَرْجُو أَنْ تَكُونَ شَهِيدًا، فَإِنَّكَ قَدْ كُنْتَ قَضَيْتَ جِهَازَكَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِنَّ اللَّهَ تَعَالَى قَدْ أَوْقَعَ أَجْرَهُ عَلَى قَدْرِ نِيَّتِهِ، وَمَا تَعُدُّونَ الشَّهَادَةَ؟ قَالُوا: الْقَتْلُ فِي سَبِيلِ اللَّهِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " الشَّهَادَةُ سَبْعٌ سِوَى الْقَتْلِ فِي سَبِيلِ اللَّهِ: الْمَطْعُونُ شَهِيدٌ، وَالْغَرِيقُ شَهِيدٌ، وَصَاحِبُ ذَاتِ الْجَنْبِ شَهِيدٌ، وَصَاحِبُ الْحَرِيقِ شَهِيدٌ، وَالَّذِي يَمُوتُ تَحْتَ الْهَدْمِ شَهِيدٌ، وَالْمَرْأَةُ تَمُوتُ بِجَمْعٍ شَهِيدٌ، وَالْمَبْطُونُ شَهِيدٌ "
