আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ৩০১
জিহাদের ফযীলাত।
৩০১। আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ “সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! আমার একান্ত অভিলাস, আমি আল্লাহর পথে জিহাদ করি, অতঃপর নিহত হই, অতঃপর জীবন ফিরিয়ে পাই, আবার নিহত হই, আবার জীবন ফিরিয়ে পাই, আবার নিহত হই”। আবু হুরায়রা (রাযিঃ) তিনবার আল্লাহর নামে শপথ করে বলতেন, রাসূলুল্লাহ ﷺ এরূপ বলেছেন।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ «لَوَدِدْتُ أَنْ أُقَاتِلَ فِي سَبِيلِ اللَّهِ، فَأُقْتَلَ، ثُمَّ أُحْيَى، فَأُقْتَلَ ثُمَّ أُحْيَى، فَأُقْتَلَ» ، فَكَانَ أَبُو هُرَيْرَةَ يَقُولُ ثَلاثًا: أُشْهَدُ الِلَّهِ
