আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ২৯৫
নামায শেষ করে নামাযীর কিছুক্ষণ জায়নামাযে বসে থাকা।
২৯৫। আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তোমাদের কোন ব্যক্তি নামায শেষ করে জায়নামাযে বসে থাকলে ফিরিশতাগণ তার জন্য অনবরত দোয়া করতে থাকেনঃ “হে আল্লাহ! তার উপর রহমাত নাযিল করো। হে আল্লাহ! তার গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ! তার প্রতি অনুগ্রহ করো”। সে যদি নামাযের স্থান থেকে উঠে মসজিদের কোন জায়গায় বসে থেকে পরবর্তী নামাযের জন্য অপেক্ষা করতে থাকে, তবে সে পরবর্তী ওয়াক্তের নামায শেষ করা পর্যন্ত নামাযরত অবস্থায় আছে বলে গণ্য হয়।
بَابُ: الرَّجُلِ يُصَلِّي ثُمَّ يَجْلِسُ فِي مَوْضِعِهِ الَّذِي صَلَّى فِيهِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ الْمُجْمَرُ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا صَلَّى أَحَدُكُمْ، ثُمَّ جَلَسَ فِي مُصَلاهُ، لَمْ تَزَلِ الْمَلائِكَةُ تُصَلِّي عَلَيْهِ: اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ، اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، فَإِنْ قَامَ مِنْ مُصَلاهُ، فَجَلَسَ فِي الْمَسْجِدِ يَنْتَظِرُ الصَّلاةَ، لَمْ يَزَلْ فِي صَلاةٍ حَتَّي يُصَلِّيَ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ২৯৫ | মুসলিম বাংলা