আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ২৯৩
নামাযের মধ্যে নবী-এর উপর দুরূপ পাঠ করা।
২৯৩। আবু মাসউদ আল-আনসারী (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ সাদ ইবনে উবাদা (রাযিঃ)-র বৈঠকখানায় আমাদের কাছে আসলেন এবং আমাদের সাথে বসলেন। আবু নুমান বাশীর ইবনে সাদ (রাযিঃ) বলেন, আল্লাহ তাআলা আপনার উপর দুরূদ পাঠ করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। অতএব আমরা কিভাবে আপনার উপর দুরূদ পাঠ করবো? রাবী বলেন, রাসূলুল্লাহ ﷺ নীরব থাকলেন (কোন জওয়াব দিলেন না)। আমরা মনে মনে আক্ষেপ করতে লাগলাম, আমরা যদি তাঁকে জিজ্ঞেস না করতাম। অতঃপর তিনি বলেনঃ তোমরা বলো, “আল্লাহুম্মা সল্লে আলা মুহাম্মাদিন...... ইন্নাকা হামীদুম মাজীদ”। অর্থাৎ “হে আল্লাহ! তুমি মুহাম্মাদ ও তাঁর পরিবারবর্গের উপর রহমাত বর্ষণ করো, যেভাবে তুমি ইবরাহীম ও তাঁর পরিবারবর্গের উপর রহমাত বর্ষণ করেছো। তুমি বরকতও নাযিল করো মুহাম্মাদ ও তাঁর পরিবারবর্গের উপর, যেভাবে তুমি বরকত নাযিল করেছো সমস্ত জগতে ইবরাহীম ও তাঁর পরিবারবর্গের উপর। নিশ্চয় তুমি প্রশংসিত ও সম্মানিত”।** আর সালাম সম্পর্কে তোমরা জ্ঞাত আছো।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ الْمُجْمَرُ مَوْلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّ مُحَمَّدَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الأَنْصَارِيَّ أَخْبَرَهُ وَهُوَ ابْنُ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ الَّذِي أُرِيَ النِّدَاءَ فِي النَّوْمِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ أَبَا مَسْعُودٍ، أَخْبَرَهُ، فَقَالَ: أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَلَسَ مَعَنَا فِي مَجْلِسِ ابْنِ عُبَادَةَ، فَقَالَ بَشِيرُ بْنُ سَعْدٍ أَبُو النُّعْمَانِ: أَمَرَنَا اللَّهُ أَنْ نُصَلِّيَ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ، فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟ قَالَ: فَصَمَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى تَمَنَّيْنَا أَنَّا لَمْ نَسْأَلْهُ، قَالَ: " قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَالسَّلامُ كَمَا قَدْ عُلِّمْتُمْ "،
