আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ২৯২
নামাযের মধ্যে নবী-এর উপর দুরূপ পাঠ করা।
২৯২। আবু হুমায়েদ আস-সাইদী (রাযিঃ) থেকে বর্ণিত। লোকেরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! আমরা আপনার উপর কিভাবে সালাত (দুরূদ) পাঠ করবো? তিনি বলেনঃ তোমরা বলো, “আল্লাহুম্মা সল্লে আলা মুহাম্মাদিন.....ইন্নাকা হামীদুম মাজীদ”। “হে আল্লাহ! তুমি মুহাম্মাদ, তার স্ত্রীগণ ও তাঁর সন্তানদের প্রতি রহমাত বর্ষণ করো, যেভাবে তুমি রহমাত বর্ষণ করেছো ইবরাহীমের প্রতি এবং তুমি বরকত নাযিল করো মুহাম্মাদ, তাঁর স্ত্রীগণ ও তাঁর সন্তানদের প্রতি, যেভাবে তুমি বরকত নাযিল করেছো ইবরাহীমের প্রতি। নিশ্চয় তুমি প্রশংসিত ও মর্যাদাবান”।
بَابُ: الصَّلاةِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، أَخْبَرَنِي أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ، قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟ قَالَ: " قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى أَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى أَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ "
