আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ২৭১
কুরআনের সিজদাসমূহ।
২৭১। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) সূরা হজ্জ তিলাওয়াত করলেন এবং তাতে দু'টি সিজদা করলেন। তিনি বলেন, এই সূরাকে দু'টি সিজদার মাধ্যমে সম্মানিত করা হয়েছে।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنْ رَجُلٍ مِنْ أَهْلِ مِصْرَ، أَنَّ عُمَرَ " قَرَأَ سُورَةَ: الْحَجِّ، فَسَجَدَ فِيهَا سَجْدَتَيْنِ، وَقَالَ: إِنَّ هَذِهِ السُّورَةَ فُضِّلَتْ بِسَجْدَتَيْنِ "
