আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৯- কুরবানীর অধ্যায়

হাদীস নং: ৫১৬৪
আন্তর্জাতিক নং: ৫৫৬২
২৯৪৬. যে ব্যক্তি নামায আদায়ের পূর্বে যবেহ করে সে যেন পুনরায় যবেহ করে
৫১৬৪। আদাম (রাহঃ) ......... জুনদুব ইবনে সুফিয়ান বাজালী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি কুরবানীর দিন নবী করীম (ﷺ) -এর কাছে উপস্থিত ছিলাম। তিনি বললেনঃ যে ব্যক্তি নামায আদায়ের পূর্বে যবেহ করেছে, সে যেন এর স্থলে আবার যবেহ করে। আর যে যবেহ করেনি, সে যেন যবেহ করে নেয়।
باب مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ أَعَادَ
5562 - حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ قَيْسٍ، سَمِعْتُ جُنْدَبَ بْنَ سُفْيَانَ البَجَلِيَّ، قَالَ: شَهِدْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ، فَقَالَ: «مَنْ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَلْيُعِدْ مَكَانَهَا أُخْرَى، وَمَنْ لَمْ يَذْبَحْ فَلْيَذْبَحْ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৫১৬৪ | মুসলিম বাংলা