আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৯- কুরবানীর অধ্যায়
হাদীস নং: ৫১৬৩
আন্তর্জাতিক নং: ৫৫৬১
২৯৪৬. যে ব্যক্তি নামায আদায়ের পূর্বে যবেহ করে সে যেন পুনরায় যবেহ করে
৫১৬৩। ‘আলী ইবনে ‘আব্দুল্লাহ (রাহঃ) ......... আনাস (রাঃ) নবী করীম (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেনঃ যে ব্যক্তি নামায আদায়ের পূর্বে যবেহ করেছে সে যেন পূনরায় যবেহ করে। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললঃ এটা তো এমন দিন যে দিন গোশত খাওয়ার আগ্রহ হয়। সে তার প্রতিবেশীদের অভাবের কথাও উল্লেখ করল। নবী করীম (ﷺ) যেন তার ওযর অনুধাবন করলেন। লোকটি বলল আমার কাছে এমন একটি বকরির বাচ্চা রয়েছে সেটি দু’টি গোশতবহুল বকরি অপেক্ষা উত্তম। নবী করীম (ﷺ) তখন তাকে সেটি কুরবানী করার অনুমতি দিলেন। (বর্ণনাকারী বলেনঃ) আমি জানিনা, এ অনুমতি অন্যদের পর্যন্ত পৌছেছে কি না। তারপর নবী করীম (ﷺ) ভেড়া দু’টির দিকে ঝুকলেন অর্থাৎ তিনি সে দু’টিকে যবেহ করলেন। এরপর লোকজন বকরির একটি ক্ষুদ্র পালের দিকে গেল এবং সেগুলোকে যবেহ করল।
باب مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ أَعَادَ
5561 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَلْيُعِدْ» فَقَالَ رَجُلٌ: هَذَا يَوْمٌ يُشْتَهَى فِيهِ اللَّحْمُ، - وَذَكَرَ هَنَةً مِنْ جِيرَانِهِ - فَكَأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَذَرَهُ، وَعِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ شَاتَيْنِ؟ فَرَخَّصَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلاَ أَدْرِي بَلَغَتِ الرُّخْصَةُ أَمْ لاَ، ثُمَّ انْكَفَأَ إِلَى كَبْشَيْنِ، يَعْنِي فَذَبَحَهُمَا، ثُمَّ انْكَفَأَ النَّاسُ إِلَى غُنَيْمَةٍ فَذَبَحُوهَا
