আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ২৪৮
নামাযে দীর্ঘ কিরাআত পড়া এবং সংক্ষিপ্ত কিরাআত পছন্দনীয়।
২৪৮। ইবনে আব্বাস (রাযিঃ) থেকে তার মা উম্মুল ফাদল (রাযিঃ)-র সূত্রে বর্ণিত। তিনি পুত্র ইবনে আব্বাস (রাযিঃ)-কে সূরা আল-মুরসালাত পড়তে শুনে বলেন, হে বৎস! তোমার এই সূরা পাঠ আমাকে রাসূলুল্লাহ ﷺ -এর পাঠ স্মরণ করিয়ে দিয়েছে। এটাই সর্বশেষ সূরা যা আমি তাঁকে মাগরিবের নামাযে পড়তে শুনেছি।
بَابُ: طُولِ الْقِرَاءَةِ فِي الصَّلاةِ وَمَا يُسْتَحَبُّ مِنَ التَّخْفِيفِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أُمِّهِ أُمِّ الْفَضْلِ، " أَنَّهَا سَمِعَتْهُ يَقْرَأُ وَالْمُرْسَلاتِ، فَقَالَتْ: يَا بُنَيَّ لَقَدْ ذَكَّرْتَنِي بِقِرَاءَتِكَ هَذِهِ السُّورَةَ إِنَّهَا لآخِرُ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْمَغرِبِ "
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ২৪৮ | মুসলিম বাংলা