আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৯- কুরবানীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫৫৯
২৯৪৪. অন্যের কুরবানীর পশু যবেহ করা। জনৈক ব্যক্তি ইবনে ‘উমর (রাযিঃ) -কে কুরবানীর পশুর (উটের) ব্যাপারে সহযোগীতা করেছিল। আবু মুসা (রাহঃ) তার কন্যাদের আদেশ করেছিলেন, তারা যেন নিজেদের হাতে কুরবানী করে।
৫১৬১। কুতায়বা (রাহঃ) ......... ‘আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘সারিফ’ নামক স্থানে রাসূলুল্লাহ (ﷺ) আমার কাছে এলেন। সে সময় আমি কাঁদছিলাম। তিনি বললেনঃ তোমার কি হলো? তুমি কি ঋতুবতী হয়ে পড়েছ? আমি বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ এটাতো এমন এক বিষয় যা আল্লাহ আদম-কন্যাদের উপর নির্ধারণ করে রেখেছেন। কাজেই হাজীগণ যে সকল কাজ আদায় করে তুমিও তা আদায় কর। তবে তুমি বায়তুল্লাহর তাওয়াফ করবে না। আর রাসূলুল্লাহ (ﷺ) তার সহধর্মীণীগণের পক্ষ থেকে গরু কুরবানী করেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন