আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৯- কুরবানীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫৫৮
২৯৪৩. কুরবানীর পশু নিজ হাতে যবেহ করা
৫১৬০। আদাম ইবনে আবু ইয়াস (রাহঃ) ......... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) দুটি সাদা-কালো বর্ণের ভেড়া দ্বারা কুরবানী করেছেন। তখন আমি তাকে দেখতে পাই তিনি ভেড়া দু-টোর পার্শ্বদেশে পা রেখে ‘বিসমিল্লাহ’ ও ‘আল্লাহু আকবার’ পড়ে নিজের হাতে সে দুটোকে যবেহ করেন।
