আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৯- কুরবানীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫৫৬
২৯৪২. আবু বুরদাকে সম্বোধন করে নবী করীম (ﷺ) -এর উক্তিঃ তুমি বকরির বাচ্চাটি কুরবানী করে নাও। তোমার পরে অন্য কারো জন্য এ অনুমতি থাকবে না
৫১৫৮। মুসাদ্দাদ (রাহঃ) ......... বারা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু বুরদা (রাযিঃ) নামক আমার এক মামা নামায আদায়ের পূর্বেই কুরবানী করেছিলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন তোমার বকরি কেবল গোশতের বকরি হল। তিনি বললেন ইয়া রাসুলাল্লাহ! আমার নিকট একটি ঘরে পোষা বকরির বাচ্চা রয়েছে। নবী করীম (ﷺ) বললেনঃ সেটাকে কুরবানী করে নাও। তবে তা তুমি ব্যতীত অন্য কারোর জন্য ঠিক হবে না। এরপর তিনি বললেন যে ব্যক্তি; নামায আদায়ের পূর্বে যবেহ করেছে, সে নিজের জন্যই যবেহ করেছে (কুরবানীর জন্য নয়) আর যে ব্যক্তি নামায আদায়ের পর যবেহ করেছে তার কুরবানী পূর্ণ হয়েছে। আর সে মুসলমানদের নীতি-পদ্ধতি অনুসরণই করেছে।
শা‘বী ও ইবরাহীম থেকে ‘উবাইদা (রাহঃ) অনুরূপ বর্ণনা করেছেন। হুরায়স সূত্রে শা‘বী থেকে ওয়াকী অনুরূপ বর্ণনা করেন। শা‘বী থেকে ‘আসিম ও দাউদ আমার নিকট পাঁচ মাসের দুধের বকরির বাচ্চা আছে বলে বর্ণনা করেছেনঃ আবুল আহওয়াস বলেনঃ মানসুর আমাদের কাছে দুই মাসের দুধের বাচ্চা আছে বলে বর্ণনা করেছেন ইবনে ‘আউন বলেছেনঃ দুধের বাচ্চা।
শা‘বী ও ইবরাহীম থেকে ‘উবাইদা (রাহঃ) অনুরূপ বর্ণনা করেছেন। হুরায়স সূত্রে শা‘বী থেকে ওয়াকী অনুরূপ বর্ণনা করেন। শা‘বী থেকে ‘আসিম ও দাউদ আমার নিকট পাঁচ মাসের দুধের বকরির বাচ্চা আছে বলে বর্ণনা করেছেনঃ আবুল আহওয়াস বলেনঃ মানসুর আমাদের কাছে দুই মাসের দুধের বাচ্চা আছে বলে বর্ণনা করেছেন ইবনে ‘আউন বলেছেনঃ দুধের বাচ্চা।
