আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৯- কুরবানীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫৫৫
২৯৪১. নবী করীম (ﷺ) -এর দুটি শিংবিশিষ্ট মেষ কুরবানী করা। সে দুটি মোটাতাজা ছিল বলেও উল্লেখিত হয়েছে।
৫১৫৭। ‘আমর ইবনে খালিদ (রাহঃ) ......... ‘উকবা ইবনে ‘আমির (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) কুরবানীর পশু হিসাবে সাহাবীদের মধ্যে বণ্টন করে দেওয়ার জন্য তাকে এক পাল বকরি দান করেন। সেখান থেকে একটি বকরির বাচ্চা অবশিষ্ট রয়ে গেলে তিনি নবী করীম (ﷺ) -এর কাছে তা উল্লেখ করেন। নবী করীম (ﷺ) তাকে বললেনঃ তুমি নিজে তা কুরবানী করে নাও।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন