আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫১
সিজদার সুন্নত অনুমোদিত পদ্ধতি।
১৫১। নাফে (রাহঃ) বলেন, আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) যখন সিজদা করতেন, তখন যে জিনিসের উপর সিজদা করতেন তার উপর নিজের হাত রাখতেন। নাফে (রাহঃ) আরো বলেন, আমি তীব্র শীতের দিনে তাকে দেখেছি যে, তিনি নিজের জুব্বার ভেতর থেকে হাত বের করে তা কাঁকরময় জমীনের উপর রাখতেন।
بَابُ: السُّنَّةِ فِي السُّجُودِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّهُ كَانَ إِذَا سَجَدَ وَضَعَ كَفَّيْهِ عَلَى الَّذِي يَضَعُ جَبْهَتَهُ عَلَيْهِ» ، قَالَ: «وَرَأَيْتُهُ فِي بَرْدٍ شَدِيدٍ وَإِنَّهُ لَيُخْرِجُ كَفَّيْهِ مِنْ بُرْنُسِهِ حَتَّى يَضَعَهُمَا عَلَى الْحَصَى»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ১৫১ | মুসলিম বাংলা