আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৯
নামাযে তাশাহহুদ পাঠ।
১৪৯। নাফে (রাহঃ) বলেন, আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) নিম্নোক্ত তাশাহ্হুদ পড়তেনঃ
بسم الله التحيات لله والصلوات الله والزاكيات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين شهدت أن لا اله إلا الله وشهدت أن محمدا رسول الله .
তিনি প্রথম দুই রাকআতের পর প্রথম বৈঠকে উপরোক্ত তাশাহ্হুদ পড়তেন এবং ইচ্ছামত যে কোন দোয়া পড়তেন। অতঃপর তিনি যখন দ্বিতীয় বৈঠকে বসতেন, তখনও উপরোক্ত তাশাহ্হুদ পড়তেন, কিন্তু প্রথমে তাশাহ্হুদ পড়তেন ও পরে দোয়া পড়তেন এবং সালাম ফিরানোর সময় বলতেনঃ
السلام على النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصلحين السلام عليكم .
তিনি ডানদিকের সালামে উপরোক্ত দোয়া পড়তেন, অতঃপর ইমামের সালামের জবাব দিতেন। অতঃপর বামদিকের কেউ যদি তাঁকে সালাম দিতো, তাহলে তিনি তার জবাব দিতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, উল্লেখিত সব তাশাহুদই উত্তম বটে, কিন্তু তা আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ)-র তাশাহ্হুদের সমকক্ষ হতে পারে না। আমাদের কাছে তার তাশাহ্হুদই সর্বোত্তম এবং আমরা তাই গ্রহণ করেছি। কেননা তিনি নবী ﷺ -এর কাছ থেকে তা বর্ণনা করেছেন এবং অধিকাংশ লোক এই তাশাহ্হুই পাঠ করেন।
بسم الله التحيات لله والصلوات الله والزاكيات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين شهدت أن لا اله إلا الله وشهدت أن محمدا رسول الله .
তিনি প্রথম দুই রাকআতের পর প্রথম বৈঠকে উপরোক্ত তাশাহ্হুদ পড়তেন এবং ইচ্ছামত যে কোন দোয়া পড়তেন। অতঃপর তিনি যখন দ্বিতীয় বৈঠকে বসতেন, তখনও উপরোক্ত তাশাহ্হুদ পড়তেন, কিন্তু প্রথমে তাশাহ্হুদ পড়তেন ও পরে দোয়া পড়তেন এবং সালাম ফিরানোর সময় বলতেনঃ
السلام على النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصلحين السلام عليكم .
তিনি ডানদিকের সালামে উপরোক্ত দোয়া পড়তেন, অতঃপর ইমামের সালামের জবাব দিতেন। অতঃপর বামদিকের কেউ যদি তাঁকে সালাম দিতো, তাহলে তিনি তার জবাব দিতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, উল্লেখিত সব তাশাহুদই উত্তম বটে, কিন্তু তা আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ)-র তাশাহ্হুদের সমকক্ষ হতে পারে না। আমাদের কাছে তার তাশাহ্হুদই সর্বোত্তম এবং আমরা তাই গ্রহণ করেছি। কেননা তিনি নবী ﷺ -এর কাছ থেকে তা বর্ণনা করেছেন এবং অধিকাংশ লোক এই তাশাহ্হুই পাঠ করেন।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَتَشَهَّدُ فَيَقُولُ: «بِسْمِ اللَّهِ، التَّحِيَّاتُ لِلَّهِ، وَالصَّلَوَاتُ لِلَّهِ، وَالزَّاكِيَّاتُ لِلَّهِ، السَّلامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ شَهِدْتُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ، وَشِهِدْتُ أَنْ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ» ، يَقُولُ هَذَا فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ، وَيَدْعُو بِمَا بَدَا لَهُ إِذَا قَضَى تَشَهُّدَهُ، فَإِذَا جَلَسَ فِي آخِرِ صَلاتِهِ تَشَهَّدَ كَذَلِكَ إِلا أَنَّهُ يُقَدِّمُ التَّشَهُّدَ ثُمَّ يَدْعُو بِمَا بَدَا لَهُ، فَإِذَا أَرَادَ أَنْ يُسَلِّمَ قَالَ: السَّلامُ عَلَى النَّبِيِّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ.
السَّلامُ عَلَيْكُمْ عَنْ يَمِينِهِ، ثُمَّ يَرُدُّ عَلَى الإِمَامِ، فَإِنْ سَلَّمَ عَلَيْهِ أَحَدٌ عَنْ يَسَارِهِ رَدَّ عَلَيْهِ.
قَالَ مُحَمَّدٌ: التَّشَهُّدُ الَّذِي ذُكِرَ كُلُّهُ حَسَنٌ وَلَيْسَ يُشْبِهُ تَشَهُّدَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، وَعِنْدَنَا تَشَهُّدُهُ لأَنَّهُ رَوَاهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَلَيْهِ الْعَامَّةُ عِنْدَنَا
السَّلامُ عَلَيْكُمْ عَنْ يَمِينِهِ، ثُمَّ يَرُدُّ عَلَى الإِمَامِ، فَإِنْ سَلَّمَ عَلَيْهِ أَحَدٌ عَنْ يَسَارِهِ رَدَّ عَلَيْهِ.
قَالَ مُحَمَّدٌ: التَّشَهُّدُ الَّذِي ذُكِرَ كُلُّهُ حَسَنٌ وَلَيْسَ يُشْبِهُ تَشَهُّدَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، وَعِنْدَنَا تَشَهُّدُهُ لأَنَّهُ رَوَاهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَلَيْهِ الْعَامَّةُ عِنْدَنَا
