আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৪
নামাযের মধ্যে ভুল হয়ে গেলে।
১৪৪। ইয়াহ্ইয়া ইবনে সাঈদ (রাহঃ) বলেন, এক সফরে আনাস ইবনে মালেক (রাযিঃ) লোকদের নামাযে ইমামতি করেন। তিনিও আনাস (রাযিঃ)-র সাথে এই সফরে শীরক ছিলেন। আনাস (রাযিঃ) দুই রাআত পড়ার পর (ভুলবশত) দাঁড়িয়ে যাচ্ছিলেন, এমন সময় লোকেরা 'সুবহানাল্লাহ' বললে তিনি বসে পড়েন। অতঃপর তিনি নামায শেষ করে দু'টি সাহু সিজদা করেন। ইয়াহ্ইয়া (রাহঃ) বলেন, কিন্তু তিনি সালামের পূর্বে সিজদা করেছেন না সালামের পর তা আমার স্মরণ নেই।
قَالَ مُحَمَّدٌ , أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، «أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ صَلَّى بِهِمْ فِي سَفَرٍ كَانَ مَعَهُ فِيهِ فَصَلَّى سَجْدَتَيْنِ، ثُمَّ نَاءَ لِلْقِيَامِ، فَسَبَّحَ بَعْضُ أَصْحَابِهِ، فَرَجَعَ، ثُمَّ لَمَّا قَضَى صَلاتَهُ سَجَدَ سَجْدَتَيْنِ» , قَالَ: لا أَدْرِي أَقْبَلَ التَّسْلِيمِ أَوْ بَعْدَهُ؟
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ১৪৪ | মুসলিম বাংলা