আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪২
- নামাযের অধ্যায়
নামাযের মধ্যে ভুল হয়ে গেলে।
১৪২। আতা ইবনে ইয়াসার (রাহঃ) বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) এবং কার আল-আহব্বার (রাহঃ)-র কাছে জিজ্ঞেস করলাম, এক ব্যক্তি সন্দেহে পড়ে গেছে যে, সে তিন রাকআত পড়েছে না চার রাকআত? তারা উভয়ে বলেন, সে দাঁড়িয়ে গিয়ে আরো এক রাকআত নামায পড়ার পর দু'টি সাহু সিজদা করবে।**
أبواب الصلاة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَفِيفُ بْنُ عَمْرِو بْنِ الْمُسَيِّبِ السَّهْمِيُّ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، قَالَ: سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ وَكَعْبًا عَنِ الَّذِي يَشُكُّ كَمْ صَلَّى ثَلاثًا، أَوْ أَرْبَعًا، قَالَ: فَكِلاهُمَا قَالا: «فَلْيَقُمْ وَلْيُصَلِّ رَكْعَةً أُخْرَى قَائِمًا ثُمَّ يَسْجُدْ سَجْدَتَيْنِ إِذَا صَلَّى»