আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৯
- নামাযের অধ্যায়
নামাযের ওয়াক্ত সমূহ
৮৯। আনাস ইবনে মালেক (রাযিঃ) বলেন, আমরা এমন ওয়াক্তে আসরের নামায পড়তাম যে, কোন ব্যক্তি নামাযশেষে কুবা পল্লীতে রওয়ানা হতো এবং সেখানে পৌঁছে যেতো, আর সূর্য তখনো উপরে থাকতো।*

* কুবা পল্লী মদীনা থেকে প্রায় তিন মাইল দূরে অবস্থিত। এসব হাদীস থেকে প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ ﷺ - প্রথম ওয়াক্তে এবং সূর্য বেশ উপরে থাকতেই আসরের নামায আদায় করতেন (অনুবাদক)।
أبواب الصلاة
3 - أَخْبَرَنَا مَالِكٌ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ الزُّهْرِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَالَ: «كُنَّا نُصَلِّي الْعَصْرَ، ثُمَّ يَذْهَبُ الذَّاهِبُ إِلَى قُبَاءَ، فَيَأْتِيهِمْ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান