আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১- পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৭৩
- পবিত্রতা অর্জনের অধ্যায়
দুই লিঙ্গ পরস্পর মিলিত হলেই কি গোসল বাধ্যতামূলক?
৭৩। আবু সালামা ইবনে আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি আয়েশা (রাযিঃ)-কে জিজ্ঞেস করেন, কিসে গোসল ওয়াজিব হয়? তিনি বলেন, হে আবু সালামা! তোমাকে তো মোরগের সেই বাচ্চার মতো মনে হচ্ছে যা অন্য মোরগের ডাক শুনে ডাক দিতে থাকে। পুরুষ ও স্ত্রীর লজ্জাস্থান একত্র হলেই গোসল ওয়াজিব হয়।
أبواب الطهارة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا أَبُو النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , أَنَّهُ سَأَلَ عَائِشَةَ مَا يُوجِبُ الْغُسْلَ؟ فَقَالَتْ: أَتَدْرِي مَا مَثَلُكَ يَا أَبَا سَلَمَةَ؟ مَثَلُ الْفَرُّوجِ يَسْمَعُ الدِّيَكَةَ تَصْرُخُ فَيَصْرُخُ مَعَهَا إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلَ "