আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১- পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৭২
- পবিত্রতা অর্জনের অধ্যায়
দুই লিঙ্গ পরস্পর মিলিত হলেই কি গোসল বাধ্যতামূলক?
৭২। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত। উমার (রাযিঃ), উছমান (রাযিঃ) ও আয়েশা (রাযিঃ) আমাদের বলতেন, পুরুষাঙ্গ স্ত্রীঅঙ্গ স্পর্শ করলেই গোসল ওয়াজিব হয়।
أبواب الطهارة
بَابُ: إِذَا الْتَقَى الْخِتَانَانِ هَلْ يَجِبُ الْغُسْلِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَنَّ عُمَرَ، وَعُثْمَانَ، وَعَائِشَةَ، كَانُوا يَقُولُونَ: «إِذَا مَسَّ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান