আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫২৩
২৯২৪. গৃহপালিত গাধার গোশত।
৫১২৬। ‘আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... ‘আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ খায়বারের বছর নবী করীম (ﷺ) মুত‘আ (স্বল্পকালের জন্য বিয়ে করা) থেকে এবং গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন।
