আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়
হাদীস নং: ৫১২৫
আন্তর্জাতিক নং: ৫৫২২
২৯২৪. গৃহপালিত গাধার গোশত।
৫১২৫। মুসাদ্দাদ (রাহঃ) ......... ‘আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন।
ইবনে মুবারক, ‘উবাইদুল্লাহ (রাহঃ) সূত্রে থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ‘উবাইদুল্লাহ সালিম সূত্রে আবু উসামা (রাহঃ) অনুরূপ বর্ণনা করেছেন।
ইবনে মুবারক, ‘উবাইদুল্লাহ (রাহঃ) সূত্রে থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ‘উবাইদুল্লাহ সালিম সূত্রে আবু উসামা (রাহঃ) অনুরূপ বর্ণনা করেছেন।
باب لُحُومِ الْحُمُرِ الإِنْسِيَّةِ
5522 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لُحُومِ الحُمُرِ الأَهْلِيَّةِ» تَابَعَهُ ابْنُ المُبَارَكِ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، وَقَالَ أَبُو أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَالِمٍ
