শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২২. ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়

হাদীস নং: ৭৩৪৯
ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়
অদৃশ্য বস্তুর বেচাকেনা
৭৩৪৯। ইবরাহীম ইন মারক (রাহঃ)....আনাস ইবন মালিক (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মুলামাসাহ ও মুনাবাযহ বিক্রি হতে নিষেধ করেছেন। (মুলামাসাহ এমন বিক্রিকে বলা হয় যেখানে ক্রেতা কোন জিনিসকে না দেখে শুধু স্পর্শ করে খরিদ করে থাকে। মুনাবাযহ বিক্রি এমন বিক্রিকে বলা হয় যেখানে ক্রেতা কোন একটি দ্রব্যের উপর অন্য একটি দ্রব্য নিক্ষেপ করে দেখা ব্যহত দ্রব্যটি ক্রয় করে থাকে)।
كتاب الزيادات
بَابُ شِرَاءِ الشَّيْءِ الْغَائِبِ
7349 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا عُمَرُ بْنُ يُونُسَ بْنِ الْقَاسِمِ الْيَمَامِيُّ قَالَ: ثنا أَبِي عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُلَامَسَةِ وَالْمُنَابَذَةِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৭৩৪৯ | মুসলিম বাংলা