শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২২. ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়

হাদীস নং: ৭৩৪১
আন্তর্জাতিক নং: ৭৩৪২
গােলামকে কিরূপ কাপড় ও আহার্য দেয়া মনিবের উপর ওয়াজিব
৭৩৪১-৪২। রাবী আল-মুয়াযযিন (রাহঃ) ও হুসায়ন ইন নসর (রাহঃ)....উবাদা ইবন ওয়ালীদ ইবন উবাদা ইবনুস সামিত (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি এবং আমার পিতা একদিন ঘর থেকে বের হলাম এবং আনসারগণ নিঃশেষ হয়ে যাওয়ার পূর্বেই তাদের থেকে ইলমে হাদীস সংগ্রহ করতে মনস্থ করলাম। এ মর্মে আমরা সর্বপ্রথম রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাহাবী আবুল ইয়াসার (রাযিঃ)-এর সাথে সাক্ষাত করলাম। তার সাথে ছিল তার একজন গােলাম, তার গায়ে ছিল পাড়যুক্ত একটি চাদর ও ধূসর রংয়ের একটি জামা। আর গােলামের গায়েও ছিল পাড়যুক্ত একটি চাদর ও ধূসর রংয়ের একটি জামা। বর্ণনাকারী বলেন, তখন আমি তাকে বললাম, "হে চাচা! যদি আপনি আপনার গােলামের চাদরখানি নিয়ে নিতেন এবং তাকে আপনার জামাটা দিয়ে দিতেন, আর আপনি তার জামাটা নিয়ে নিতেন এবং তাকে আপনার চাদরটা দিয়ে দিতেন তাহলে আপনার জন্যে এটা মানানসই পােশাক হতাে এবং তার জন্যেও এটা হত মানানসই পােশাক। বর্ণনাকারী বলেন, তখন তিনি আমার মাথায় হাত বুলালেন এবং বলেন, اللهُمَّ بَارِكْ فِيهِ আল্লাহ, তারমধ্যে বরকত দান করুন। অতঃপর বললেন, হে আমার ভাতিজা! রাসূলুল্লাহ (ﷺ) কে আমার এ দু'চোখ দেখেছে, তার থেকে আমার এ দু'কান শুনেছে এবং আমার এ অন্তর রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে সুরক্ষা করছে। তিনি বলতেন, তােমরা তাদেরকে আহার্য প্রদান কর যা তােমরা নিজের আহার কর, তােমরা যা পরিধান কর তা তাদেরকে পরিধান করতে দাও। আমার গােলামকে পার্থিব সম্পদ দান করা, আমার কাছে কিয়ামতের দিন আমার নেক আমলসমূহ তার নিয়ে নেয়া থেকে অধিক প্রিয়।
بَابُ مَا يَجِبُ لِلْمَمْلُوكِ عَلَى مَوْلَاهُ مِنَ الْكِسْوَةِ وَالطَّعَامِ
7341 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ قَالَ: ثنا أَسَدٌ ح

7342 - وَحَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ قَالَ: ثنا مَهْدِيُّ بْنُ جَعْفَرٍ قَالَا: ثنا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ مُجَاهِدٍ الْمَدَنِيُّ أَبُو حَزْرَةَ , عَنِ ابْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: خَرَجْتُ أَنَا وَأَبِي , نَطْلُبُ هَذَا الْعِلْمَ فِي هَذَا الْحَيِّ مِنَ الْأَنْصَارِ , قَبْلَ أَنْ يَهْلَكُوا فَكَانَ أَوَّلُ مَنْ لَقِينَا , أَبُو الْيُسْرِ صَاحِبُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ غُلَامٌ لَهُ , وَعَلَيْهِ بُرْدَةٌ وَمَعَافِرِيٌّ , وَعَلَى غُلَامِهِ بُرْدَةٌ وَمَعَافِرِيٌّ. قَالَ: فَقُلْتُ لَهُ: يَا عَمُّ , لَوْ أَخَذْتَ بُرْدَةَ غُلَامِكَ , وَأَعْطَيْتَهُ مُعَافِرِيَّكَ , وَأَخَذْتَ مُعَافِرِيَّهُ , وَأَعْطَيْتَهُ بُرْدَتَكَ , فَكَانَتْ عَلَيْكَ حُلَّةٌ , وَعَلَيْهِ حُلَّةٌ. قَالَ: فَمَسَحَ رَأْسِي وَقَالَ: اللهُمَّ بَارِكْ فِيهِ. ثُمَّ قَالَ: يَا ابْنَ أَخِي بَصُرَتْ عَيْنَايَ هَاتَانِ , وَسَمِعَتْهُ أُذُنَايَ هَاتَانِ , وَوَعَاهُ قَلْبِي مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ: «أَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ , وَاكْسُوهُمْ مِمَّا تَلْبَسُونَ» فَكَانَ إِنْ أَعْطَيْتَهُ مِنْ مَتَاعِ الدُّنْيَا أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَأْخُذَ مِنْ حَسَنَاتِي يَوْمَ الْقِيَامَةِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৭৩৪১ | মুসলিম বাংলা