শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৭২৬৯
আবুল কাসিম উপনাম রাখা শুদ্ধ কিনা?
৭২৬৯। সুলায়মান ইবন শুআয়ব (রাহঃ) ..... মুহাম্মাদ ইবন সীরীন (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, "তোমরা আমার নাম গ্রহণ করো কিন্তু আমার উপনাম গ্রহণ করো না। বর্ণনাকারী বলেন, আমি মুহাম্মাদ ইব্ন সীরীনকে দেখেছি যে, কোন ব্যক্তির আবুল কাসিম উপনাম গ্রহণ করাকে তিনি অপসন্দ করতেন তার নাম মুহাম্মাদ হোক কিংবা নাই হোক।
যেসব আলিম রাসূলুল্লাহ (ﷺ)-এর নাম ও উপনাম একত্রে রাখাকে নিষিদ্ধ মনে করেন তাদের দলীল নিম্নরূপ:
যেসব আলিম রাসূলুল্লাহ (ﷺ)-এর নাম ও উপনাম একত্রে রাখাকে নিষিদ্ধ মনে করেন তাদের দলীল নিম্নরূপ:
7269 - وَقَدْ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ قَالَ: ثنا الْخَصِيبُ قَالَ: ثنا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَسَمَّوْا بِاسْمِي , وَلَا تَكَنَّوْا بِكُنْيَتِي» قَالَ: وَرَأَيْتُ مُحَمَّدَ بْنَ سِيرِينَ يَكْرَهُ أَنْ يُكْتَنَى الرَّجُلُ أَبَا الْقَاسِمِ , كَانَ اسْمُهُ مُحَمَّدًا أَوْ لَمْ يَكُنْ وَكَانَ مِنْ حُجَّةِ مَنْ ذَهَبَ إِلَى أَنَّ النَّهْيَ فِي ذَلِكَ أَيْضًا , هُوَ الْجَمْعُ بَيْنَ الْكُنْيَةِ وَالِاسْمِ جَمِيعًا
