শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৭২৬৮
আবুল কাসিম উপনাম রাখা শুদ্ধ কিনা?
৭২৬৮। আহমদ ইবন আল-হাসান আল-কূফী (রাহঃ) .... মুহিল্ল (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি ইবরাহীম আন-নাখঈ (রাহঃ)-কে একদিন জিজ্ঞেস করলাম, সাহাবায়ে কিরাম (রাযিঃ) কি কোন ব্যক্তির নাম মুহাম্মাদ না হওয়া সত্বেও তার উপনাম আবুল কাসিম রাখতে অপসন্দ করতেন? তিনি বলেন, হ্যাঁ।
আর এ ইবরাহীম আন-নাখঈ (রাহঃ)-এর পূর্ববর্তী লোকদের থেকে এরূপ বর্ণনা পেশ করেন। তারা হলেন, আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) তার সঙ্গীগণ কিংবা তাঁদের উপরে স্তরের লোকজন।
7268 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ الْكُوفِيُّ، قَالَ: ثنا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ، عَنْ مُحِلٍّ، قَالَ: قُلْتُ لِإِبْرَاهِيمَ: «كَانُوا يَكْرَهُونَ أَنْ يُكَنَّى الرَّجُلُ بِأَبِي الْقَاسِمِ , إِنْ لَمْ يَكُنِ اسْمُهُ مُحَمَّدًا؟» قَالَ: «نَعَمْ» فَهَذَا إِبْرَاهِيمُ يَحْكِي هَذَا أَيْضًا , عَمَّنْ كَانَ قَبْلَهُ , يُرِيدُ بِذَلِكَ: أَصْحَابَ عَبْدِ اللهِ أَوْ مَنْ فَوْقَهُمْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৭২৬৮ | মুসলিম বাংলা