শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৭১৭১
দাগানো মাকরূহ কি না?
৭১৭১। রাবী আল-মুয়াযযিন (রাহঃ) ...... জাবির (রাযিঃ) হতে বর্ণনা করেন তিনি বলেন উবাই ইবন কা'ব (রাযিঃ) কিংবা সা'দ (রাযিঃ)-এর হাতে তীর বিদ্ধ হয়েছিল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) একজন চিকিৎসককে আদেশ করেন যেন তিনি তার চিকিৎসা করেন। চিকিৎসক তাকে লোহা পুড়ে দাগ দিয়ে চিকিৎসা করেন।
7171 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، عَنِ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، «أَنَّ أُبَيَّ بْنَ كَعْبٍ، أَوْ سَعْدًا رُمِيَ رَمْيَةً فِي يَدِهِ , فَأَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَبِيبًا فَكَوَاهُ عَلَيْهَا»
