শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৭১৭০
দাগানো মাকরূহ কি না?
৭১৭০। ফাহদ (রাহঃ) ...... জাবির (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, সা'দ ইবন মুআয (রাযিঃ)-এর বাহুর রগ তীরবিদ্ধ হয়। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) নিজ হাতে ছুরি দিয়ে তা কেটে ফেলেন। অতঃপর তা আবার ফুলে উঠে। তিনি তা দ্বিতীয়বার কর্তন করেন।
7170 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: ثنا زُهَيْرٌ، قَالَ: ثنا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: رُمِيَ سَعْدُ بْنُ مُعَاذٍ فِي أَكْحَلِهِ , فَحَسَمَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ بِمِشْقَصٍ , ثُمَّ وَرَمَتْ , فَحَسَمَهُ الثَّانِيَةَ "
