শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৭১৬৭
দাগানো মাকরূহ কি না?
৭১৬৭। রাবী' আল-মুয়াযযিন (রাহঃ) …… জাবির (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, লোহা পুড়ে দাগ দেয়ার মাধ্যমে উবাই ইবন কা'ব (রাযিঃ) নিজের চিকিৎসা করান। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তার কাছে একজন চিকিৎসককে প্রেরণ করেন, যিনি তার একটি রগ কেটে দেন এবং তার উপর লোহা পুড়ে দাগ দেন।
7167 - مَا حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ قَالَ: ثنا أَسَدٌ قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ خَازِمٍ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ: اشْتَكَى أُبَيُّ بْنُ كَعْبٍ فَأَرْسَلَ إِلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَبِيبًا , فَقَطَعَ مِنْهُ عِرْقًا , ثُمَّ كَوَاهُ عَلَيْهِ "
