শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৭১৬৬
দাগানো মাকরূহ কি না?
৭১৬৬। রাওহ ইবনুল ফারাজ (রাহঃ) …… উকবা ইবন আমির (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) লোহা পুড়ে দাগ দেয়ার মাধ্যমে চিকিৎসা করতে নিষেধ করেছেন।
একদল আলিমের মতে লোহা পুড়ে দাগ দেয়ার মাধ্যমে চিকিৎসা করা অপছন্দনীয়। তারা বলেন, কোন অবস্থানে কারো জন্য এরুপ চিকিৎসা গ্রহণ করা বৈধ নয়। তারা এসব হাদীস দ্বারা দলীল পেশ করেন। অন্য একদল আলিম এ সম্পর্কে তাদের বিরোধিতা করে বলেন, যে রোগের একমাত্র চিকিৎসা হল গরম লোহার দাগ দেয়া, তাতে এরূপ চিকিৎসা করার মধ্যে কোন ক্ষতি নেই। আর এ সম্পর্কে তাদের দলীল হল নিম্নরূপ :
একদল আলিমের মতে লোহা পুড়ে দাগ দেয়ার মাধ্যমে চিকিৎসা করা অপছন্দনীয়। তারা বলেন, কোন অবস্থানে কারো জন্য এরুপ চিকিৎসা গ্রহণ করা বৈধ নয়। তারা এসব হাদীস দ্বারা দলীল পেশ করেন। অন্য একদল আলিম এ সম্পর্কে তাদের বিরোধিতা করে বলেন, যে রোগের একমাত্র চিকিৎসা হল গরম লোহার দাগ দেয়া, তাতে এরূপ চিকিৎসা করার মধ্যে কোন ক্ষতি নেই। আর এ সম্পর্কে তাদের দলীল হল নিম্নরূপ :
7166 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْكَيِّ» فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ الْكَيَّ مَكْرُوهٌ , وَأَنَّهُ لَا يَجُوزُ لِأَحَدٍ أَنْ يَفْعَلَهُ عَلَى حَالٍ مِنَ الْأَحْوَالِ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذِهِ الْآثَارِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: لَا بَأْسَ بِالْكَيِّ لِمَا عِلَاجُهُ الْكَيُّ. وَكَانَ مِنَ الْحُجَّةِ لَهُمْ فِي ذَلِكَ
