শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৭০৩৯
মাকরুহ বিষয়াদির বর্ণনা
কবিতা আবৃত্তি করা মাকরূহ কিনা
৭০৩৯। আবু বিশর রকী (রাহঃ) …… আমর ইবন শারীদ (রাহঃ) তৎ পিতা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে উমাইয়া ইবন আবী সালত-এর কবিতা আবৃত্তি করার নির্দেশ দিলেন। আমি তা আবৃত্তি করলাম। যখনই একটি কবিতা তাঁকে আবৃত্তি করে শোনাতাম তিনি বলতেন, আরো (আবৃত্তি কর)। অবশেষে আমি তাঁকে একশতটি কবিতা আবৃত্তি করে শোনালাম। তিনি বললেন, এমনকি ইবন আবী সালত মুসলমান হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল।
كتاب الكراهة
7039 - حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ قَالَ: ثنا الْفِرْيَابِيُّ , عَنْ سُفْيَانَ , عَنْ يَعْلَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ , عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ , عَنْ أَبِيهِ قَالَ: اسْتَنْشَدَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شِعْرَ أُمَيَّةَ بْنِ أَبِي الصَّلْتِ , فَأَنْشَدْتُهُ , فَكُلَّمَا أَنْشَدْتُهُ بَيْتًا , قَالَ: «هِيهِ» حَتَّى أَنْشَدْتُهُ مِائَةَ قَافِيَةٍ قَالَ: «حَتَّى كَادَ ابْنُ أَبِي الصَّلْتِ يُسْلِمُ»