শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৯৬৬
কাপড়ে ছবি প্রসঙ্গে
৬৯৬৬। সুলায়মান ইবন শুআয়ব (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জিবরাঈল (আ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসার অনুমতি প্রার্থনা করলেন। তিনি বললেন, প্রবেশ করুন। তিনি (আ) বললেন, কিভাবে আসব অথচ আপনার গৃহে এরূপ পর্দা রয়েছে যাতে ঘোড়া ও মানুষের ছবি বিদ্যমান। হয়ত এগুলোর মাথা কেটে দেয়া হোক অথবা তা দিয়ে বিছানা বানান হোক। আমরা ফিরিশতাদের দল এরূপ গৃহে প্রবেশ করি না যাতে ছবি রয়েছে।
বস্তুত যখন মাথা কেটে দেয়ার পর ছবিসমূহকে বৈধ রাখা হয়েছে, ঐ মাথা যা কেটে দেয়ার পর প্রাণীবিশিষ্ট বস্তু জীবিত থাকে না, এতে প্রতীয়মান হয় যে, এরূপ বস্তুর ছবি বৈধ যা প্রাণীবিশিষ্ট নয়। আর প্রাণহীন বস্তুর ছবি এ অনুচ্ছেদে উল্লেখিত প্রথমোক্ত রিওয়ায়াতসমূহে ব্যক্ত নিষেধাজ্ঞা থেকে বহির্ভূত।
এই বিষয়ে ইকরামা (রাহঃ) থেকেও বর্ণিত আছে যা নিম্নরূপ :
বস্তুত যখন মাথা কেটে দেয়ার পর ছবিসমূহকে বৈধ রাখা হয়েছে, ঐ মাথা যা কেটে দেয়ার পর প্রাণীবিশিষ্ট বস্তু জীবিত থাকে না, এতে প্রতীয়মান হয় যে, এরূপ বস্তুর ছবি বৈধ যা প্রাণীবিশিষ্ট নয়। আর প্রাণহীন বস্তুর ছবি এ অনুচ্ছেদে উল্লেখিত প্রথমোক্ত রিওয়ায়াতসমূহে ব্যক্ত নিষেধাজ্ঞা থেকে বহির্ভূত।
এই বিষয়ে ইকরামা (রাহঃ) থেকেও বর্ণিত আছে যা নিম্নরূপ :
6966 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: اسْتَأْذَنَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ , عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ «ادْخُلْ» فَقَالَ: «كَيْفَ أَدْخُلُ , وَفِي بَيْتِكَ سِتْرٌ , فِيهِ تَمَاثِيلُ خَيْلٍ وَرِجَالٍ؟ فَإِمَّا أَنْ تَقْطَعَ رُءُوسَهَا , وَإِمَّا أَنْ تَجْعَلَهَا بِسَاطًا , فَإِنَّا مَعْشَرَ الْمَلَائِكَةِ لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ تَمَاثِيلُ» فَلَمَّا أُبِيحَتِ التَّمَاثِيلُ بَعْدَ قَطْعِ رُءُوسِهَا الَّذِي لَوْ قُطِعَ مِنْ ذِي الرُّوحِ , لَمْ يَبْقَ , دَلَّ ذَلِكَ عَلَى إِبَاحَةِ تَصْوِيرِ مَا لَا رُوحَ لَهُ , وَعَلَى خُرُوجِ مَا لَا رُوحَ لِمِثْلِهِ مِنَ الصُّوَرِ , مِمَّا قَدْ نُهِيَ عَنْهُ فِي الْآثَارِ الَّتِي ذَكَرْنَا فِي هَذَا الْبَابِ. وَقَدْ رُوِيَ عَنْ عِكْرِمَةَ فِي هَذَا الْبَابِ أَيْضًا
