শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৯১৪
পায়ের উপর পা রাখা।
৬৯১৪। ইবন মারযূক (র.) আব্দুর রহমান ইবন ইয়াযীদ (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আব্দুল্লাহ্ (রা.)-কে এরাকে এভাবে শয়ন করতে দেখেছি যে, তাঁর এক পা অপর পায়ের উপর রাখা ছিল। আর তিনি বলছিলেন: رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِينَ অর্থাৎ, হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে যালিম (কাফির) সম্প্রদায়ের পীড়নের পাত্র কর না। (সূরা ৬০: ৫)
6914 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، عَنْ سُفْيَانَ، عَنْ جَابِرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ: رَأَيْتُ عَبْدَ اللهِ مُضْطَجِعًا بِالْأَرَاكِ وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الْأُخْرَى وَهُوَ يَقُولُ: «رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِينَ»
