শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৯০০
পায়ের উপর পা রাখা।
৬৯০০। ইব্ন আবী দাউদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি এক পা-কে অপর পায়ের উপর রাখতে নিষেধ করেছেন।
পর্যালোচনা : আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেন, একদল আলিম উল্লেখিত রিওয়ায়াতসমূহের কারণে এক পাকে অপর পায়ের উপর রাখাকে মাকরূহ তথা অপসন্দ করেছেন। তারা এ বিষয়ে নিম্নোক্ত রিওয়ায়াত দ্বারাও প্রমাণ পেশ করেছেন :
পর্যালোচনা : আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেন, একদল আলিম উল্লেখিত রিওয়ায়াতসমূহের কারণে এক পাকে অপর পায়ের উপর রাখাকে মাকরূহ তথা অপসন্দ করেছেন। তারা এ বিষয়ে নিম্নোক্ত রিওয়ায়াত দ্বারাও প্রমাণ পেশ করেছেন :
6900 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ رَوْحِ بْنِ الْقَاسِمِ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّهُ نَهَى أَنْ يَثْنِيَ الرَّجُلُ إِحْدَى رِجْلَيْهِ عَلَى الْأُخْرَى» قَالَ أَبُو جَعْفَرٍ: فَكَرِهَ قَوْمٌ وَضْعَ إِحْدَى الرِّجْلَيْنِ عَلَى الْأُخْرَى , لِهَذِهِ الْآثَارِ. وَاحْتَجُّوا فِي ذَلِكَ أَيْضًا
