শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৮৪৫
কসম প্রসঙ্গ।
৬৮৪৫। আবু বাক্রা (রাহঃ) ও ইব্ন মারযূক (রাহঃ) ..... আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন : আল্লাহ তা'আলার এরূপ কিছু বান্দা রয়েছে যদি তারা আল্লাহর উপর (নামে) কসম করে, তবে আল্লাহ তা'আলা তা পূর্ণ করেন।
পক্ষান্তরে যদি কসম করা মাকরূহ হত তবে কসমকারী গুনাহগার হত এবং আল্লাহ তা'আলা স্বীয় নাফরমানের কসমকে পূর্ণ করতেন না।
ইতিপূর্বে আমরা আমাদের এই গ্রন্থে মুগীরা ইব্ন শু'বা (রাযিঃ) থেকে বর্ণনা করেছি। তিনি বলেছেন : আমি একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে সালাত আদায় করেছি। তিনি রসুনের দুর্গন্ধ অনুভব করেন। সালাত থেকে ফারেগ হয়ে তিনি বললেন, যে ব্যক্তি এই চারাগাছ থেকে ভক্ষণ করবে, সে যেন আমাদের মসজিদের নিকটে না আসে। যতক্ষণ না এর দুর্গন্ধ দূরীভূত হয়। তিনি বলেন, আমি তাঁর নিকট এলাম এবং বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনাকে কসম দিচ্ছি যে, আপনি আপনার হাত বাড়িয়ে দিন। তিনি তাঁর পবিত্র হাত আমাকে দিলেন। আমি তাকে আমার বক্ষে বাঁধা পট্টি দেখালাম। তিনি বললেন, তােমার তাে ওজর রয়েছে। পক্ষান্তরে তিনি তার কসমের ব্যাপারে কিছু বলেন নি।
পক্ষান্তরে যদি কসম করা মাকরূহ হত তবে কসমকারী গুনাহগার হত এবং আল্লাহ তা'আলা স্বীয় নাফরমানের কসমকে পূর্ণ করতেন না।
ইতিপূর্বে আমরা আমাদের এই গ্রন্থে মুগীরা ইব্ন শু'বা (রাযিঃ) থেকে বর্ণনা করেছি। তিনি বলেছেন : আমি একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে সালাত আদায় করেছি। তিনি রসুনের দুর্গন্ধ অনুভব করেন। সালাত থেকে ফারেগ হয়ে তিনি বললেন, যে ব্যক্তি এই চারাগাছ থেকে ভক্ষণ করবে, সে যেন আমাদের মসজিদের নিকটে না আসে। যতক্ষণ না এর দুর্গন্ধ দূরীভূত হয়। তিনি বলেন, আমি তাঁর নিকট এলাম এবং বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনাকে কসম দিচ্ছি যে, আপনি আপনার হাত বাড়িয়ে দিন। তিনি তাঁর পবিত্র হাত আমাকে দিলেন। আমি তাকে আমার বক্ষে বাঁধা পট্টি দেখালাম। তিনি বললেন, তােমার তাে ওজর রয়েছে। পক্ষান্তরে তিনি তার কসমের ব্যাপারে কিছু বলেন নি।
6845 - وَقَدْ حَدَّثَنَا أَبُو بَكْرَةَ وَابْنُ مَرْزُوقٍ , قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ السَّهْمِيُّ , قَالَ: ثنا حُمَيْدٌ الطَّوِيلُ , عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِنَّ مِنْ عِبَادِ اللهِ , مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللهِ لَأَبَرَّهُ» فَلَوْ كَانَ الْقَسَمُ مَكْرُوهًا , لَكَانَ قَائِلُهُ عَاصِيًا , وَلَمَا أَبَرَّ اللهُ قَسَمَ مَنْ عَصَاهُ. وَقَدْ رَوَيْنَا فِيمَا تَقَدَّمَ مِنْ كِتَابِنَا هَذَا , عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ أَنَّهُ قَالَ: صَلَّيْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدَ رِيحَ ثُومٍ. فَلَمَّا فَرَغَ مِنَ الصَّلَاةِ قَالَ: مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ فَلَا يَقْرَبْنَا فِي مَسْجِدِنَا حَتَّى يَذْهَبَ رِيحُهَا. فَأَتَيْتُهُ فَقُلْتُ أَقْسَمْتُ عَلَيْكَ يَا رَسُولَ اللهِ لَمَا أَعْطَيْتَنِي يَدَكَ , فَأَعْطَانِيهَا , فَأَرَيْتُهُ جَبَائِرَ عَلَى صَدْرِي. فَقَالَ: إِنَّ لَكَ عُذْرًا وَلَمْ يُنْكِرْ عَلَيْهِ إِقْسَامَهُ عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
আনাস রা. বর্ণিত কসম সম্পর্কিত পূর্ণ বিবরণ ৫০০০ নং হাদীসে বিবৃত হয়েছে
.
