শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৮১৯
সরকার প্রধান ব্যাতীত অন্যরা আংটি পরিধান করা প্রসঙ্গে।
৬৮১৯। আলী (রাযিঃ) …. রুশ্দ ইব্ন কুরায়ব (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন,আমি ইব্নুল হানফিয়্যা (রাযিঃ)-কে দেখেছি যে, তিনি বাম হাতে আংটি পরিধান করেছেন।
6819 - حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ: ثنا يَعْلَى بْنُ عُبَيْدٍ، قَالَ: ثنا رِشْدِينُ بْنُ كُرَيْبٍ، أَنَّهُ قَالَ: رَأَيْتُ ابْنَ الْحَنَفِيَّةَ يَتَخَتَّمُ فِي يَسَارِهِ "
