শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৮১৮
সরকার প্রধান ব্যাতীত অন্যরা আংটি পরিধান করা প্রসঙ্গে।
৬৮১৮। আলী ইব্‌ন মা’বাদ (রাযিঃ) … জা’ফর ইব্‌ন মুহাম্মাদ (রাহঃ) তৎপিতা থেকে বর্ণিত যে, হাসান (রাযিঃ) ও হুসাইন (রাযিঃ) তাঁদের বাম হাতে আংটি পরিধান করতেন এবং তাঁদের আল্লাহ্‌র যিকির উৎকীর্ণ ছিল।
6818 - مَا حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ الْمَدَائِنِيُّ , قَالَ: ثنا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ , عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ , عَنْ أَبِيهِ , «أَنَّ الْحَسَنَ وَالْحُسَيْنَ , كَانَا يَتَخَتَّمَانِ فِي يَسَارِهِمَا , وَكَانَ فِي خَوَاتِيمِهِمَا ذِكْرُ اللهِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৮১৮ | মুসলিম বাংলা