শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৮১৬
আংটির নক্শা প্রসঙ্গে।
৬৮১৬। ইব্ন আবী দাউদ (রাহঃ) … হাসান (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি কোন ব্যক্তির জন্য আংটিতে কোন ছবির নক্শা উৎকীর্ণ করাকে মাকরুহ মনে করতেন। আর বলেছেন, যখন তুমি এর সঙ্গে মোহর লাগিয়ে দিয়েছ, তবে যেন এর সঙ্গে ছবি এঁকে দিয়েছ।
6816 - وَلَقَدْ حَدَّثَنِي ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا الْقَوَارِيرِيُّ , قَالَ: ثنا عَبْدُ الْوَارِثِ , عَنْ عَمْرٍو , عَنِ الْحَسَنِ أَنَّهُ كَانَ يَكْرَهُ أَنْ يَنْقُشَ الرَّجُلُ عَلَى خَاتَمِهِ صُورَةً. وَقَالَ: إِذَا خَتَمْتَ لَهَا , فَقَدْ صَوَّرْتَ بِهَا "
