আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৬- পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৪৫৪
২৮৮৫. আহারের পর কুলি করা
৫০৬০। ‘আলী ইবনে ‘আব্দুল্লাহ (রাহঃ) ......... সুওয়ায়দ ইবনে নূ‘মান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গে খায়বার অভিযানে রওয়ানা হলাম। সাহবা নামক স্থানে পৌছলে তিনি খাবার আনতে বললেন। কিন্তু ছাতু ছাড়া আর কিছু আনা হল না। আমরা তা-ই খেলাম। তারপর নামাযের জন্য উঠে কুলি করলেন। আমরাও কুলি করলাম।
ইয়াহয়া বলেনঃ আমি বুশায়রকে সুওয়ায়েদ সূত্রে বর্ণনা করতে শুনেছি যে, আমরা রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গে খায়বারের দিকে রওয়ানা হলাম। আমরা যখন সাহবা নামক স্থানে পৌছলাম, ইয়াহয়া বলেন, এ স্থানটি খায়বার থেকে এক মনযিলের পথে, তিনি খাবার নিয়ে আসতে বললেন। কিন্তু ছাতু ছাড়া অন্য কিছু আনা হলো না। আমরা তাই মুখে দিয়ে নাড়াচাড়া করে খেয়ে ফেললাম। তিনি পানি আনতে বললেন এবং কুলি করলেন, আমরাও কুলি করলাম। এরপর তিনি আমাদের নিয়ে মাগরিবের নামায আদায় করলেন। কিন্তু উযু করলেন না।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন