আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৬- পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৪৫৩
২৮৮৪. কাবাছ-পিলু গাছের পাতা প্রসঙ্গে
৫০৫৯। সা‘ঈদ ইবনে ‘উফায়র (রাহঃ) ......... জাবির ইবনে ‘আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা মাররুয-যাহরান নামক স্থানে রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গে ছিলাম এবং পিলু ফল পাড়ছিলাম। তিনি বললেনঃ কালোটা নিও। কেননা, সেটা সুস্বাদু। তাকে জিজ্ঞাসা করা হলোঃ আপনি কি বকরি চরিয়েছেন? তিনি বললেনঃ হ্যাঁ। এমন নবী নেই যিনি বকরি চরাননি।
