শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৬৭০
রেশমী পোশাক পরিধান প্রসঙ্গে
৬৬৭০। ইবন মারযূক (রাহঃ) ….. আবুল ওয়াদী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আলী (রাযিঃ)-কে দেখেছি যে, তিনি এক ব্যক্তির গায়ে এরূপ একটি চাদর দেখলেন যা চমকাচ্ছিল। বললেন, এতে কি রেশম আছে? সে বলল, হ্যাঁ! তখন তিনি তার কাছ থেকে তা নিয়ে এর দুইপ্রান্তকে স্বীয় দুই আঙ্গুলের মাঝে রেখে ছিড়ে ফেললেন এবং বললেন, আমার এর কারণে তোমার উপর কোন বিদ্বেষ নেই। কিন্তু আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি রেশম ব্যবহার থেকে নিষেধ করেছেন।
6670 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَمِيلِ بْنِ مُرَّةَ، عَنْ أَبِي الْوَضِيءِ، قَالَ: رَأَيْتُ عَلِيًّا , وَرَأَى عَلَى رَجُلٍ بُرْدًا يَتَلَأْلَأُ فَقَالَ: فِيهِ حَرِيرٌ؟ , فَقَالَ: نَعَمْ ; فَأَخَذَهُ , فَجَمَعَ صِنْفَتَيْهِ بَيْنَ أُصْبُعَيْهِ فَشَقَّهُ فَقَالَ: «أَمَا إِنِّي لَمْ أَحْسُدْكَ عَلَيْهِ , وَلَكِنْ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْحَرِيرِ»
