শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৬৬৯
রেশমী পোশাক পরিধান প্রসঙ্গে
৬৬৬৯। ইয়াযীদ (রাহঃ) ..... আবু উসমান নাহদী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের নিকট উমর (রাযিঃ)-এর পত্র (ফরমান) এসেছে তখন আমি উতবা ইবন ফারকাদ (রাহঃ)-এর সঙ্গে আযারবায়যানে অবস্থান করছিলাম। (এতে লিখা ছিল যে,) রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে রেশম পরিধান (ব্যবহার) করতে নিষেধ করেছেন; তবে এ পরিমাণ। রাবী বলেন, তিনি আমাদেরকে অবহিত যা করেছেন, তা হল কারুকার্য করা।
6669 - حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، قَالَ: أَتَانَا كِتَابُ عُمَرَ , وَأَنَا بِأَذْرَبِيجَانَ، مَعَ عُتْبَةَ بْنِ فَرْقَدٍ " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانَا عَنْ لُبْسِ الْحَرِيرِ إِلَّا هَكَذَا , قَالَ: فَأَعْلَمَنَا أَنَّهَا الْأَعْلَامُ "
