শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৬৫৮
যে ব্যক্তি বাগানের নিকট দিয়ে অতিক্রম করে, তার জন্য উক্ত বাগানের ফল খাওয়া জায়েয কি না?
৬৬৫৮। ইবন আবু দাউদ ...... আব্দুর রহমান ইবন আবু আওফ আল-জুরাশী হযরত মিকদাম ইবন মা'দী কারিব (রাযিঃ) হতে বর্ণনা করেন রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেন, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের মেহমান হয়, অতঃপর তারা তার মেহমানদারী না করে, তবে তাদের থেকে তার প্রয়োজনীয় মেহমানদারীর পরিমাণ বস্তু জোরপূর্বক নিয়ে নেয়া তার জন্য বৈধ।
6658 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو مُسْهِرٍ، قَالَ: ثنا يَحْيَى بْنُ حَمْزَةَ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنْ مَرْوَانَ بْنِ رُؤْبَةَ، أَنَّهُ حَدَّثَهُ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَوْفٍ الْجُرَشِيِّ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَيُّمَا رَجُلٍ ضَافَ بِقَوْمٍ , فَلَمْ يَقْرُوهُ , كَانَ لَهُ أَنْ يُعْقِبَهُمْ بِمِثْلِ قِرَاهُ»
