শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৫৯৭
পায়খানা ও পেশাবের জন্য কিবলামুখী হওয়া প্রসঙ্গ
৬৫৯৭। আহমদ ইবনুল হাসান আল-কূফী …… আব্দুর রহমান ইবন ইয়াযীদ, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর একজন সাহাবী হতে বর্ণনা করেন, একবার তাকে এক ব্যক্তি বললো, আমার ধারণা তোমাদের সাথী তোমাদেরকে তালীম দেন ও শিক্ষা দান করেন। এমনকি তিনি এ শিক্ষাও দান করেন যে, তোমরা কিভাবে পায়খানায় গমন করবে। তখন তিনি তাকে বললেন, হ্যাঁ, তিনি অবশ্যই এ দায়িত্ব পালন করেন। যখন আমাদের কেউ পায়খানায় গমন করে, তাকে তিনি অবশ্যই কিবলামুখী হতে নিষেধ করেন।
6597 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ الْكُوفِيُّ، قَالَ: ثنا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ النَّحْوِيُّ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ رَجُلٌ: إِنِّي أَظُنُّ أَنَّ صَاحِبَكُمْ يُعَلِّمُكُمْ , حَتَّى إِنَّهُ لَيُعَلِّمُكُمْ كَيْفَ تَأْتُونَ الْغَائِطَ. فَقَالَ لَهُ: أَجَلْ , وَإِنْ شَجَّرْتَ ; إِنَّهُ لَيَفْعَلُ إِنَّهُ لَيَنْهَانَا إِذَا أَتَى أَحَدُنَا الْغَائِطَ , أَنْ يَسْتَقْبِلَ الْقِبْلَةَ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৫৯৭ | মুসলিম বাংলা